শেষ পর্যন্ত সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হল জুনিয়র ডাক্তারদের।চাপের মুখে আন্দোরত ডাক্তারদের দাবি মেনে নিতে হল মুখ্যমন্ত্রীকে।সোমবার কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বেরিয়ে এসে জানান, চিকিৎসকদের দাবি মেনে বিনীত গোয়েল(Vineeit Goyal) পদত্যাগ করবেন। ডিসি নর্থকেও সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরজি কর কাণ্ডের পরই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানও করেছিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নেওয়া হয়েছে। বিনীত গোয়েলকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হল মনোজ বর্মা(Manoj Verma)কে।মঙ্গলবার থেকে দায়িত্বভার নিলেন তিনি।মনোজ বর্মা, এর আগে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সিপির দায়িত্ব সামলেছেন মনোজ। অন্যদিকে, বিনীত গোয়েলকে পাঠানো হচ্ছে এডিজি(এসটিএফ) পদে।
উল্লেখ্য, অনেক জল্পনার পর সোমবার অবশেষে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। উপস্থিত ছিলেন মুখ্য,চিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ডিজি। প্রায় ১২টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকের পর মুখ্যম্ত্রী বেরিয়ে এসে জানান, আরজি কর কাণ্ডের জেরে কলকাতার পুলিশ কমিশনার , ২ স্বাস্থ্য কর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর আন্দোলনরত ডাক্তাররা জানান, এটা তাঁদের আন্দোলনের বড় জয়। চাপের মুখে নতি স্বীকার করেছে প্রশাসন। সুপ্রিম কোর্টের শুনানির পর আলোচনা করা হবে কর্মবিরতি তোলার বিষয়ে, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।