প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তিনিও। কিন্তু হতাশ করলেন ভারতীয় বক্সার নিখাত জারিন।

Nikhat Zareen: পদক জয়ের স্বপ্নভঙ্গ! প্যারিস অলিম্পিক্সে ব্যর্থ হলেন ভারতীয় বক্সার নিখাত জারিন

News Sports
Share this news

ভারতীয় মহিলা শুটার মনু ভাকেরের দুটি ব্রোঞ্জ পদক জয়ের পর প্যারিস অলিম্পিক্সে(Paris Olympic 2024) যে ভারতীয় মহিলাকে নিয়ে আশা তৈরি হয়েছিল আরও একটা পদক তাঁর হাত ধরে হয়তো পেতে পারে ভারত। কিন্তু তা আর হল না। প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তিনিও। কিন্তু হতাশ করলেন ভারতীয় বক্সার(Indian Boxer) নিখাত জারিন(Nikhat Zareen)। 

বৃহস্পতিবার মহিলাদের ৫০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন নিখাত। এদিন চিনের বক্সার উ ইউয়ের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন নিখাত। একপেশে ম্যাচে সহজ জয় পেলেন চিনা বক্সার। প্রথম রাউন্ডে জার্মানির বক্সার ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে জয় পান নিখাত। কিন্তু এরপর আর ছন্দ ধরে রাখতে পারলেন না এই বক্সার। নিখাতের বিদায়ে আশাহত গোটা দেশ।। 

২ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই বক্সার এবারের অলিম্পিক্সে পদক জিতবেন বলে আশায় ছিল ক্রীড়ামহল। কিন্তু  সেটা আর হল না।  আরও বড় বিষয়, ২ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা নিখাত এত সহজে পরাজয় শ্বীকার করে নিলেন এটাই মানতে পারছেন না অনেকেই।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *