Online Scam: সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদনে সাফ হতে পারে ব্যাঙ্কে জমা টাকা!

Bengal News Technology
Share this news

আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাকরির আবেদন করে থাকে। কর্মখালির পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করতে দেখা যায়। এতেই লুকিয়ে থাকে ফাঁদ। জানেন কি বিপদে পড়তে পারেন আপনিও। বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে এভাবেই প্রতারণার ফাঁদে ফেলা হত বেকার যুবক-যুবতীদের। নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে এমনই প্রতারণা চক্রের পাঁচ জনকে গ্রেফতার করল ইকোপার্ক থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাখবর, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল এই চক্র। নিউটাউন আকাঙ্ক্ষা মোড় এর কাছে ঝাঁচকচকে অফিস করে বেকার ছেলেমেয়েদের প্রতারিত করা হচ্ছিল গুছিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইকোপার্ক থানার পুলিশ। সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদন করা যুবক যুবতিদের টার্গেট করা হতো। এরপর তাদের ফোন করে ভাল সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হতো।শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার, ওড়িষা, ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়েছিল এই চক্র। মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো। ভাল সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি বলেই অভিযোগ।এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিউটাউন জোনের ডিসি মানব সিংলা সাধারণ মানুষকে এরকম প্রতারণার থেকে সাবধানে থাকার বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *