সোমবার তৃণমূলে্র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার আগে হুগলির পাণ্ডুয়ায় (Pandua ) বোমা বিস্ফোরণ(Bomb Blast)। বোমা বিস্ফোরণে নিহত ৭ বছরের এক বালক। আহত আরও ২ বালক। হুগলির পান্ডুয়া থানা এলাকার তিন্না গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি পল্লীর ঘটনা।
বাড়ির কাছেই একটি জলাশয়ের পাশে খেলছিল তিনজন।। সেখানেই হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়।স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দেখে রক্তাক্ত অবস্থায় তিনজন পড়ে রয়েছে। তিনজনকেই পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।মৃত শিশুর নাম রাজ বিশ্বাস। বর্ধমানে রাজের বাড়ি মামাবাড়িতে বেড়াতে এসেছিল। । এদিন সকালে পাড়ার কয়েকজন ছেলের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে অকালে প্রাণ চলে গেল তার।অন্য দুই বালক বছর তেরোর রুপম বল্লভ ও বছর এগারোর সৌরভ চৌধুরীকে গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোটের আবহে বোমা ফেটে এক বালকের মৃত্যু। এই ঘটনার নিন্দা করেন হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, এধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যেভাবে বোমা উদ্ধার হচ্ছে , তাতে পরিষ্কার যে মানুষের ওপর বিশ্বাস নেই। এদের বোমার উপর বিশ্বাস আছে। একটাকেও ছাড়া হবে না। সব কিছুর তদন্ত হবে।” নিহতের পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছেন বিজেপি নেত্রী।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)