প্যারিস অলিম্পিক্সে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছেন। বুধবার ক্রীড়া মন্ত্রক চূড়ান্ত তালিকায় অনুমোদন দিয়েছে। পাশাপাশি ১৪০ জন সাপোর্ট স্টাফ এবং কর্তারও প্যারিসে যাবেন। কিন্তু শেষ মুহুর্তে বাদ পড়লেন বাঙালি শটপাটার আভা খাটুয়ার।

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ১১৭ জনের ভারতীয়র দল ঘোষিত! বাদ পড়লেন বঙ্গকন্যা আভা খাটুয়া

News Sports
Share this news

আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ৩৩ তম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৬ জুলাই থেকে ১১ আগাস্ট পর্যন্ত চলবে প্যারিস অলিম্পিক ২০২৪(Paris Olympics 2024)। ইতিমধ্যেই কতজন ভারতীয় অংশগ্রহণ করতে চলেছেন এই প্রতিযোগিতায়, তা বুধবার ঘোষণা করা হল। 

প্যারিস অলিম্পিক্সে(Paris Olympics 2024) ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছেন। বুধবার ক্রীড়া মন্ত্রক চূড়ান্ত তালিকায় অনুমোদন দিয়েছে। পাশাপাশি ১৪০ জন সাপোর্ট স্টাফ এবং কর্তারও প্যারিসে যাবেন। কিন্তু শেষ মুহুর্তে বাদ পড়লেন  বাঙালি শটপাটার আভা খাটুয়ার(Abha Khatua)। তালিকায় নাম নেই এই বঙ্গকন্যার।তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ায় আভার অলিম্পিক্সে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলে ধরে নেওয়া যায়।

বিশ্ব র‌্যাঙ্কিং কোটা থেকে অলিম্পিক্সে সুযোগ পেয়েছিলেন আভা। তবে কোনও ব্যাখ্যা ছাড়াই তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। কিছু দিন আগে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানেও আভার নাম ছিল না। চোট, ডোপিং না কি অন্য সমস্যা— ঠিক কী কারণে আভার নাম নেই তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

আভা না থাকলেও, ২৯ জন ক্রীড়াবিদ নিয়ে অ্যাথলেটিক্সেই সবচেয়ে বড় দল রয়েছে। এঁদের মধ্যে ১১ জন মহিলা এবং ১৮ জন পুরুষ ক্রীড়াবিদ রয়েছেন। এর পরে রয়েছে শুটিং (২১) এবং হকি (১৯)। টেবিল টেনিসে আট জন এবং ব্যাডমিন্টনে সাত জন রয়েছেন। কুস্তি, তিরন্দাজি এবং বক্সিংয়ে ছ’জন করে রয়েছেন। গল্‌ফে চার জন, টেনিসে তিন জন, সাঁতারে দু’জন, সেলিংয়ে দু’জন, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে এক জন করে রয়েছেন।

উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে সাতটি পদক পেয়েছিল ভারত। এবার ভারতের ঝুলিতে কটা পদক আসে সেটাই অপেক্ষার।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *