অলিম্পিক্সে(Paris Olympics)র শুরুতেই পদক জয়ের হাতছানি ভারতের সামন। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের(shooting) ফাইনালে উঠলেন ভারতীয় শুটার মনু ভাকের(Manu Bhaker)।
শনিবার যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করলেন মনু। গোটা সিরিজ জুড়ে তাঁর স্কোর ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬। যোগ্যতা অর্জন পর্বে ৫৮০ স্কোর করেন ভাকের। ২৭ বার বুলস আই মারেন তিনি।
মনু ভাকেরকে নিয়ে আশা ছিলই। গত বছর টোকিও অলিম্পিক্সে ৭ নম্বরে শেষ করেছিলেন মনু।২৮ জুলাই, রবিবার ফাইনালে ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয় পদকের লড়াইয়ে নামবেন মনু। পদক জয়ের হাতছানি তাঁর সামনে।পদক জিতলে এবারের অলিম্পিক্সে তিনিই হবেন প্রথম যাঁর হাত ধরে প্রথম পদক আসবে ভারতের ঝুলিতে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)