নির্ধারিত সময়ে  ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রী বিক্ষোভ হাওড়া স্টেশনে

Passenger Agitation: ট্রেন ছাড়তে দেরি, হাওড়া স্টেশনে ধুন্ধুমার

Bengal News
Share this news

নির্ধারিত সময়ে  ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রী বিক্ষোভ(Passenger Agitation) হাওড়া স্টেশনে (Howrah Station)। অনুসন্ধান অফিসে হামলা, ভেঙে দেওয়া হল অফিসের কাচ এবং ছুঁড়ে ফেলা হল ডিসপ্লে বোর্ড।

  সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল  বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেসের। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও ট্রেন না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। কেন দেরি হচ্ছে সেটাও বুঝতে পারছিলেন না যাত্রীরা। অনুসন্ধান অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বেশ কয়েক জন যাত্রী। বচসা থেকে ধস্তাধস্তিতে গড়ায়। ভেঙে যায় অনুসন্ধান অফিসের কাচ। সেখানে থাকা ডিজিটাল ডিসপ্লে বোর্ড ছুড়ে ফেলে দেওয়া হয় মেঝেয়। বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। অবশেষে ঘটনাস্থলে এসে রেলের আধিকারিকেরা ক্ষুব্ধ যাত্রীদের পরিবর্তিত সময়সূচি জানান। তারপর পরিস্থিতি শান্ত হয়। শেষ পর্যন্ত ওই ট্রেন ছাড়ে সকাল ১০টায়। 

দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডেপুটি ডিসিএম (খড়্গপুর) জানান, ট্রেনের ‘রেক প্লেসমেন্ট’ করতে দেরি হয়েছে। তার জেরেই সমস্যা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *