howrah agitation

উত্তাল হাওড়া স্টেশন, যাত্রী বিক্ষোভ, নিরাপত্তার দাবি!

Bengal News
Share this news

হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ। নিউ কমপ্লেক্সে অনুসন্ধান অফিসের সামনে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরপিএফ ও জিআরপি আধিকারিকরা। আপ পুনে দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া সাই নগর সিরিডি এক্সপ্রেস ঠিক সময়ে ছাড়ার কথা থাকলেও না ছাড়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

অভিযোগ বিকেল ৪:১০ এ ট্রেন ছাড়ার কথা ছিল। এরপর সেই ট্রেনের সমযসূচি পরিবর্তন করে সন্ধ্যা সাড়ে ছটা করা হয়। অম্বরিস ব্যানার্জী নামে এক যাত্রী অভিযোগ করেন রাত আটটা বেজে গেলেও ট্রেন কখন ছাড়বে তার সদুত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি।

অন্যদিকে, সাই নগর সিরিডি এক্সপ্রেসও সময়ে ছাড়েনি বলে অভিযোগ ওঠে। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন।অমিতাভ পাণ্ডে নামে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দায়িত্বে থাকা দক্ষিণ পূর্ব রেলের এক আধিকারিকের থেকে জানা যায়, ট্রেন দেরী হওয়ার কারনে স্টেশন সুপারের অফিসে ঢুকে যাত্রীরা গালিগালাজ করতে থাকে।টেবিলে থাকা ফোন কাগজপত্র ফেলে দেয়। কোনও কথাই যাত্রীরা শুনতে চায়নি। তাই জিআরপি ও আরপিএফ-কে খবর দেওয়া হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে ডাউন ট্রেন দেরীতে আসার কারণে আপের ট্রেন ছাড়তে দেরী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *