বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhavan) গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(President Droupadi Murmu) কাছে পদত্যাগ পত্র তুলে দিলেন মোদী। নমোর পদত্যাগ পত্রর গ্রহণ করেন রাষ্ট্রপতি। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁকে এবং মন্ত্রী পরিষদকে সংশ্লিষ্ট মন্ত্রকের দেখভালের জন্য অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। সূত্রের খবর, ৮ জুন তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ভোটের ফলাফল যা হয়েছে, ২৪০টি আসনে থামতে হয়েছে গেরুয়া শিবিরকে। ম্যাজির ফিগার ২৭২ স্পর্ষ করতে পারেনি তারা। তাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদীর বিজেপি দল আর সরকার গঠন করতে পারবে না। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গড়তে চলেছে।
ইতিমধ্যেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একদিকে বিজেপি তার শরীক দলগুলির সঙ্গে কথা বলছে, অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটও একেবারে উঠে পড়ে লেগেছে।সকালেই দিল্লি পৌঁছেছেন বিহারের নীতিশ কুমার। বুধবার বিকেলের দিকে টিডিপি-র চন্দ্রবাবু নাইডুরও দিল্লি যাওয়ার কথা রয়েছে।জেডিইউ এবং টিডিপি দিল্লিতে বিজেপিকে তাদের সমর্থনের চিঠি জমা দেবে, যার পরেই বিজেপি সরকার গঠনের দাবি করতে পারে। বিকেলে এনডিএ-র বৈঠক রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটেরও বৈঠক রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। দুই বৈঠকই খুবই গুরুত্বপূর্ণ এই মুহুর্তে। কী নির্যাস উঠে আসে সেখান থেকে, রাজনৈতিক মহল থেকে দেশের সাধারণ মানুষ সেটারই অপেক্ষায়।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)