পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পুলিশই জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ধর্মঘটের(Poultry Strike) ডাক দিয়েছে। পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পোল্ট্রি মুরগি ব্যবসায় লাগাতার ধর্মঘট। মূলত পোল্ট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলি এই ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটের জেরে শুক্রবার সকাল থেকেই বাজারে মুরগি, পোল্ট্রি মুরগির জোগান অনেকটাই কমেছে। ধর্মঘট চলতে থাকলে কাল থেকে পোল্ট্রি মুরগির সংকট দেখা দেবে বাজারে। এর ফলে চিকেনের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ধর্মঘটকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গের মুরগি ব্যবসার সঙ্গে যুক্ত বৃহৎ সংগঠন পোল্ট্রি ফেডারেশন।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)