যাত্রাশেষে রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময়ই ঘটে বড় অঘটন। পুরীর গুণ্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি।

Puri Rathyatra 2024: রথযাত্রা শেষে পুরীতে অঘটন! রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি 

National News
Share this news

রথযাত্রায় পুরী(Puri )তে অঘটন। এবছর প্রায় ৫৩ বছর পর দু’দিন ধরে রথযাত্রা উৎসব চলেছে পুরীতে। যাত্রাশেষে রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময়ই ঘটে বড় অঘটন। পুরীর গুণ্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জন সেবায়েত আহত হয়েছেন। তাঁদের পুরীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

মঙ্গলবার রাতে জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি রথ থেকে নামিয়ে গুণ্ডিচা মন্দিরের আদপ মণ্ডপে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রথযাত্রা শেষে সব রকম বিধি- আচার পালন করে মূর্তিগুলিকে দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন সেবায়েতেরা । সেই সময়ই বলরামকে মন্দিরে ভিতরে নিয়ে যাওয়ার সময় অস্থায়ী মঞ্চের উপর থেকে মূর্তিটি নীচে পড়ে যায়। নীচে তখন অনেক সেবায়েত উপস্থিত ছিলেন। তাঁদের উপর মূর্তিটি পড়ে। এই ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *