কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্র-যুবদের মৃত্যুেত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে সেখানে। অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন আরও ৭৭৮ জন ভারতীয় পড়ুয়া।

Quota Protest: অশান্ত বাংলাদেশ থেকে ফিরল আরও ৭৭৮ জন ভারতীয় পড়ুয়ারা, মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল, টিকিটের মাশুল ফেরত

International National News
Share this news

কোটা বিরোধী আন্দোলনে(Quota Protest Movement) অগ্নিগর্ভ বাংলাদেশ(Bangladesh)। ছাত্র-যুবদের মৃত্যুেত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে সেখানে। অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন আরও ৭৭৮ জন ভারতীয় পড়ুয়া(Indian Students)। ওই দেশ থেকে শনিবার পর্যন্ত দেশে ফেরানো হয়েছে মোট ৯৯৮ জন পড়ুয়াকে। শনিবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। তবে মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত ৪,০০০-এর বেশি ভারতীয় পড়ুয়া এখনও সে দেশে রয়েছেন।শনিবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে ভারতীয় পড়ুয়ারা আটকে পড়েছেন, তাঁদের ফেরানো হচ্ছে।’’

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন চেকপোস্ট) থেকে স্থলপথে দেশে ফেরানো হয়েছে কিছু পড়ুয়াকে। আর বাকিদের বিমানপথে উড়িয়ে আনা হয়েছে। পড়ুয়ারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন, সেই জন্য গোটা প্রক্রিয়াটি দেখভালের দায়িত্বে ছিল ঢাকার ভারতীয় দূতাবাসের। ভারতীয় দূতাবাসকে সাহায্যে এগিয়ে আসে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় অবস্থিত ভারতীয় উপদূতাবাসগুলিও।

বাংলাদেশজুড়ে কারফিউ জারি হয়েছে, আকাশে উড়ছে সেনা বাহিনীর হেলিকপ্টার।এই পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি – ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা আপাতত বাতিল করলো ভারতীয় রেল।

এই প্রসঙ্গে শনিবার জলপাইগুড়িতে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যাত্রীদের টিকিটের মাশুল ফেরত দেওয়া হচ্ছে।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *