সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী

Rachna Banerjee: স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা, পোশাকেও ছিল নতুন চমক।

Bengal News Politics
Share this news

সোমবার হুগলি(Hoogly) জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী(Rachna Banerjee)। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক , বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা করে মনোনয়ন(Nomination) জমা দিতে গেলেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার ।জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা।

এদিন তার মনোনয়নে ছিল অভিনব চমক। স্বামী ও বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা করেন তারকা প্রার্থী। কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে। তাদের পোষাকে ছিল সাদা পাঞ্জাবি সাদা কাপড় তাতে রচনা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জোড়াফুল আঁকা ছবি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম। প্রচন্ড উচ্ছসিত। আমার আরও বেশি ভালো লাগছে আমার সাথে আমার ছোট বেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তারা আমার ছবি আঁকা পোশাক পড়ে এসেছে, এটা  আমার কাছে একটা সারপ্রাইজ গিফট’। 

রচনার স্বামী প্রবাল বসু বলেন, রচনা এমনিতেই একজন সফল ব্যক্তি। যেই প্রফেশনটাই করেছে সেটাতেই সাফল্য পেয়েছে। তাই এত বছর যখন সাফল্য পেয়ে এসেছে তখন এখানেও সাফল্য পাবে। 

অন্যদিকে এদিন মনোনয়ন জমা দেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ। চুঁচুড়া বাসস্ট্যান্ড থেকে মিছিল করে হুগলি অতিরিক্ত জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন মিতালি বাগ। হুগলি অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন মিতালী বাগ। তার সঙ্গে ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, করবী মান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *