আর জি করের ঘটনায় বিচারের দাবিতে হাওড়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় মিছিল হয় রবিবার। এদিন মিছিল শুরু হয় দালালপুকুরের সামনে থেকে। সেখান থেকে নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত যায় মিছিল। মিছিলে খেলোয়াড়, চিকিৎসক, সমাজকর্মী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে পা মেলান হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জিও।

RG Kar Incident: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে পথে তৃণমূল, মিছিলে সামিল অরূপ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়

Bengal News Politics
Share this news

আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে হাওড়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy) নেতৃত্বে হাওড়ায় মিছিল হয় রবিবার। এদিন মিছিল শুরু হয় দালালপুকুরের সামনে থেকে। সেখান থেকে নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত যায় মিছিল। মিছিলে খেলোয়াড়, চিকিৎসক, সমাজকর্মী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন।মিছিলে পা মেলান হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও (Prasun Banerjee) ও হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

অরূপ রায় বলেন, ‘এই বর্বরোচিত, নৃশংস ঘটনায় যারা দোষী তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। তিনি এও বলেন, রাজ্য সরকার একজনকে গ্রেফতার করেছে কিন্তু সিবিআই প্রায় একমাস হয় গেল নৃশংস এই ঘটনার দোষীদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত তার ব্যবস্থা করা হোক।’ অরূপ রায় আরও বলেন, আরজিকর কান্ডের বিচার চেয়ে মা বোনেদের আন্দোলনকে তাঁরা সমর্থন করেন।

তবে যেভাবে কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তাঁরা তার বিরোধিতা করছেন। তাঁরাও চান সিবিআই এই মামলার দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক। অপরাধীদের ফাঁসি হোক। আর এই দাবিতেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *