আরজি কর(RG Kar) কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে(Supreme Court) ময়না তদন্তের রিপোর্ট(PM Report) নিয়ে উঠছে বড় সিবিআই-এর তরফে জানানো হয়, ময়নাতদন্ত কখন করা হয়েছে, সেই সময়ের উল্লেখ নেই। যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি, সব কিছু উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী তুষার মেহতার বক্তব্য, দুপুর ২.৩০ থেকে রাত ১১.৩০টা পর্যন্ত ১০টি জিডি রয়েছে। তাহলে একটি কি ভুয়ো? নাকি পরে তা তৈরি করা হয়েছে? কারা করেছে ভিডিওগ্রাফি? কোনও প্রমাণ আছে? কখন ময়নাতদন্ত করা হয়, তা নিয়েও সংশয়।
সোমবার মুখবন্ধ খামে একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এরপর রাজ্য এবং অন্যান্য পক্ষের সওয়াল জবাবের সময়ই আরজি করে নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন। প্রধান বিচারপতি জানতে চান দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? সেই প্রশ্নের মুখে রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল প্রথমে দাবি করেন, কেস ডায়েরির সঙ্গেই চালানটি সিবিআইকে দিয়ে দেওয়ার কথা। তবে সিবিআই-এর তরফ থেকে সলিসিটর জেনারেল দাবি করেন, সেই চালান তাদের কাছে নেই। এরপরই কপিল সিব্বল চালানের খোঁজে সহকারী আইনদীবীদের সাহায্য চান। তবে সেই চালান আর মেলেনি। আগামী ১৭ সেপ্টেমবর এই মামলার পরবর্তী শুনানি।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)