আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(RG Kar Medical College & Hospital) আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে নেমে শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি(ED)। তল্লাশি অভিযান চলে সন্দীপ ঘোষের(Sandip Ghosh) পিএ প্রসূন চট্রোপাধ্যায়ের(Prasun Chatterjee) বাড়িতেও। প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালানোর পর ইডি আটক করল সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত প্রসূন চট্টোপাধ্যায়কে।
শুক্রবার সকাল পৌনে ৭টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে প্রসূনের বাড়িতে যান ইডির বেশ কয়েক জন আধিকারিক। তার পর টানা তল্লাশি শুরু হয়। দুপুর ২টো নাগাদ প্রসূনকে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। প্রসূনের বাড়ির বাইরে স্থানীয় কয়েক জন ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। জানা গিয়েছে, সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন ন্যাশনাল মেডিক্যালে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন।
ইডি সূত্রে খবর, প্রসূনকে নিয়ে যাওয়া হয়েছে ক্যানিংয়ের নারায়ণপুর মৌজায় সন্দীপের সেই বাংলোয়। উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে সন্দীপ গ্রেফতার হওয়ার পরেই ক্যানিংয়ে তাঁর একটি বাংলোর কথা জানা গিয়েছে। কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝে তৈরি হওয়া বাংলোটির নাম ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। স্থানীয়দের একাংশের দাবি, এই বাংলোটি সন্দীপের। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ‘ডাক্তারবাবুকে’ এই বাংলোতে আসতেও দেখছেন তাঁরা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)