গত বৃহস্পতিবার লাইভ স্ট্রিমিং-এ রাজি না হয় থাকায় ভেস্তে গেছে বৈঠক। ফের শনিবার আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের আলোচনার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RG Kar Update: ‘মুখ্যমন্ত্রী নয়, বড়দিদি হয়ে এসেছি’, ধরনা মঞ্চে মমতা! কালীঘাটে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী

Bengal News
Share this news

গত বৃহস্পতিবার লাইভ স্ট্রিমিং-এ রাজি না হয় থাকায় ভেস্তে গেছে বৈঠক। ফের শনিবার আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের আলোচনার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে তাঁর আবেদন করেন, ‘কাজে ফিরুন’। আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েই তিনি বলেন, ‘আমি ছাত্র আন্দোলন করে এসেছি। আমি জানি আন্দোলনের ব্যথা। আমি আপনাদের আন্দোলনকে কুর্ণিশ করছি।

 সম্প্রতি জুনিয়র চিকিৎদের সঙ্গে আলোচনায় বসার পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এ বার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এলেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে। জুনিয়র চিতিৎসকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘আমি মুখ্যমন্ত্রী হয়ে আসিনি। বড়দিদি হয়ে এসেছি। আপনারা কাজে ফিরুন। আপনাদের দাবি ভেবে দেখব। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেব না। কোনও অবিচার করব না।” এছাড়া ধরনা মঞ্চ থেকে সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা কিন্তু তাঁরা নিজেদের দাবিতে অনড়। আলোচনা করতে চাইলে তাঁরা যে এখনও প্রস্তুত, সে কথাও জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে ই-মেল করেন আন্দোলনরত ডাক্তাররা। তবে সেখানে উল্লেখ ছিল না লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ। এরপর মুখ্যসচিব মনোজ পন্থ ইমেলের মাধ্যমে আন্দোলনকারী ডাক্তারদের জানান, সন্ধায় ৬টা নাগাদ কালীঘাটে নিজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *