৫ জুন ইডির ডাক পড়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। কিন্তু বিদেশে থাকার কারণে হাজিরা দিতে পারেননি অভিনেত্রী। অবশেষে বুধবার রেশন দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের মুখোমুখি ঋতুপর্ণা সেনগুপ্ত। এককথায় রেশন দুর্নীতি বিতর্কে জেরবার নায়িকা। ইডি সূত্রে, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ডাকা হয়েছে। এদিন বেলা ১টা নাগাদ সিজিওর সামনে এসে হাজির হন টলিউডের এই প্রথম সারির নায়িকা। আইনজীবীকে সঙ্গে নিয়েই পৌঁছেছিলেন তিনি।
রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, এমনটাই খবর ইডি সূত্র। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে মুখ খুলতে না-রাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, সেই সংস্থার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রীর।
উল্লেখ্য, রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়ে পড়েছিল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন ইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা। এবারও তাঁর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে কোনও আপত্তি নেই শুরুতেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই সময় আমেরিকায় থাকায় জেরার মুখোমুখি হতে পারেননি।