খাতরো কে খিলাড়ি থেকে বাদ পড়লেন অসীম রিয়াজ়, যাওয়ার সময় বললেন “৬ মাসে আমি চারটে গাড়ি বদলে ফেলি”

Entertainment News
Share this news

বিগ বস ১৩ (Bigg Boss 13) থেকে পরিচিতি পেয়েছিলেন অসীম রিয়াজ় (Asim Riaz)। সিদ্ধার্থ-অসীমের (Siddharth Shukla) ঝামেলার দৃশ্য আজও বারেবারে সোশ্যাল মিডিয়ার ফিডে চলে আসে। সম্প্রতি, রহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত জনপ্রিয় শো, খাতরো কে খিলাড়িতে (Khatron Ke Khiladi) নানাধরনের স্টান্ট করতে দেখা যাচ্ছিল অসীম রিয়াজ়-কে। কিন্তু, দর্শকদের মনোরঞ্জনের জন্য আর দেখা যাবে না অসীমকে। কারণ, তিনি ওই শো-এর পরিচালক রোহিত শেট্টির দ্বারা নিষ্কাশিত হলেন শো থেকে। আর এর কারণ হল, অসীম এর ‘বদমেজাজ’।

টাস্ক না করতে পেরে তিনি শো-এর নির্মাতাদের অশ্রাব্য ভাষায় বেশকিছু কথা বলতে থাকেন। অসীম অভিযোগ করেন, শো-এর নির্মাতারা তাঁকে ইচ্ছা করে কঠিন কঠিন টাস্ক দিচ্ছে। তিনি আরও বলেন, “আমার সামনে করে দেখাক। আমিপার এক টাকাও নেব না। যদি আপনারা করতে পারেন, আমি এক টাকাও নেব না। ক্যামেরা সামনেই রয়েছে।” এরই পাশাপাশি, অসীম বলেন, “এই শো থেকে আমি যা টাকা পাচ্ছি, তার থেকে তিনগুণ বেশি টাকা ইনকাম করি আমি। আমি ছয় মাসে চারটে গাড়ি বদলে ফেলি”। এইসব কথা শোনার পর রোহিত বেজায় চটে যান এবং সঙ্গে সঙ্গে তাঁকে একটি রিহারসাল এর ভিডিও দেখান, যেখানে শো-এর নির্মাতারা এই টাস্ক কমপ্লিট করছেন। পাশাপাশি, পরিচালক এও বলেন যে সব টাস্ক আগে ক্রু মেম্বাররা করেন তারপর শো-এর প্রতিযোগীদের দেওয়া হয়।

এই কথোপকথন চলাকালীন রোহিত শেট্টি আসীমকে বলেন, “কালও তুই অনেক আজেবাজে কথা বলেছিলি।” এই সময় অসীম নিজেকে সঠিক প্রমাণিত করবার চেষ্টা করলে, পরিচালক রোহিত শেট্টি রেগে গিয়ে তাঁকে বলেন, “আমার কথা শুনে না নাহলে তোকে এখানেই তুলে আছাড় মারবো। আমার সঙ্গে এইরকম অভব্য আচরণ করবি না।”

এই কথা কাটাকাটির মাঝেই শো-এর আরেক প্রতিযোগি অসীমকে কিছু বোঝানোর চেষ্টা করতে গেলে, অসীম তার ওপরেও রেগে গিয়ে অভব্য আচরণ করতে থাকে। অসীম বলে বসে, “এই শো তে আমি এসেছি বলেই ইন্টারনেটে বাজ় তৈরি হয়েছে, নাহলে অন্য প্রতিযোগীদের সম্পর্কে কেউ জানতো না।” 

এইসবের মধ্যেই রেগে শো থেকে বেরিয়ে যান অসীম। পরিচালক রোহিত শেট্টি বলেন, তিনি এই শো-তে ১৫০-২০০ জন প্রতিযোগীকে হোস্ট করেছেন, কিন্তু তিনি প্রথম এইরকম কোনও প্রতিযোগীর ব্যবহারে রীতিমতো ‘আশ্চর্যান্বিত’। এরপরই পরচিলাক অসীমকে শো-থেকে নিষ্কাশিত করার সিদ্ধান্ত নেন।

1 thought on “খাতরো কে খিলাড়ি থেকে বাদ পড়লেন অসীম রিয়াজ়, যাওয়ার সময় বললেন “৬ মাসে আমি চারটে গাড়ি বদলে ফেলি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *