ভোট মিটতেই ভারতীয় রেলে নিয়োগ হতে চলেছে। পূর্ব রেলওয়েতে(Eastern Railway) Goods Train Maneger পদে নিয়োগ হবে। Railway Recruitment Cell(RRC) গত ৬ মে বিজ্ঞপ্তি জারি করেছে। ২৭ মে থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে।
শূন্যপদ
১০৮টি শূন্যপদে নিয়োগ
জেনারেল-৫০ পদ
ওবিসি-২৭ পদ
এসসি-১৮ পদ
এসটি-১৩ পদ
পোস্ট-Goods Train Maneger
বেতন- সপ্তম পে কমিশন অনুসারে পোস্ট অনুযায়ী বেতন মিলবে
কারা আবেদন করতে পারবেন?
যোগ্যতা- স্নাতক যেকোনও বিভাগে (Recognized University থেকে)
বয়সসীমা
জেনারেল- ৪২ বছর
ওবিসি- ৪৫ বছর
এসসি / এসটি-৪৭ বছর
আবেদনের শেষ তারিখ-২৫.০৬.২৪
কীভাবে আবেদন করবেন
Railway Recruitment cell-এর অফিসিয়াল ওয়েবসাইট
এই ওয়েবসাইটে গিয়ে Notice Board অপশনে ক্লিক করুন। সেখানে নিম্নলিখিত অপশন পাবেন।
এই লিঙ্কটি ওপেন করে আবেদন করতে পারবেন।