পূর্ব রেলওয়েতে Goods Train Maneger পদে নিয়োগ হবে।

RRC Recruitment 2024: পূর্ব রেলওয়েতে চাকরির সুযোগ, শতাধিক শূন্যপদ, মিস না করে এখনই আবেদন করুন!

Jobs News
Share this news

ভোট মিটতেই ভারতীয় রেলে নিয়োগ হতে চলেছে। পূর্ব রেলওয়েতে(Eastern Railway) Goods Train Maneger পদে নিয়োগ হবে। Railway Recruitment Cell(RRC) গত ৬ মে বিজ্ঞপ্তি জারি করেছে। ২৭ মে থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে।

শূন্যপদ

১০৮টি শূন্যপদে নিয়োগ

জেনারেল-৫০ পদ

ওবিসি-২৭ পদ

এসসি-১৮ পদ

এসটি-১৩ পদ

পোস্ট-Goods Train Maneger

বেতন- সপ্তম পে কমিশন অনুসারে পোস্ট অনুযায়ী বেতন মিলবে

কারা আবেদন করতে পারবেন?

যোগ্যতা-  স্নাতক যেকোনও বিভাগে (Recognized University থেকে)

বয়সসীমা

জেনারেল- ৪২ বছর

ওবিসি- ৪৫ বছর

এসসি / এসটি-৪৭ বছর

আবেদনের শেষ তারিখ-২৫.০৬.২৪

কীভাবে আবেদন করবেন

Railway Recruitment cell-এর অফিসিয়াল ওয়েবসাইট

www.rrcer.org

এই ওয়েবসাইটে গিয়ে Notice Board অপশনে ক্লিক করুন। সেখানে নিম্নলিখিত অপশন পাবেন।

এই লিঙ্কটি ওপেন করে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *