১২০২টি শূন্যপদে ভারতীয় রেলে (RRC Recruitment) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেনস ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

RRC Recruitment: ভারতীয় রেলে ১২০০ শূন্যপদে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?

Jobs News
Share this news

ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ। প্রায় ১২০০ শূন্যপদে লোক নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। লোকো পাইলট এবং মালবাহী রেলের গার্ড পদে নিয়োগ করবে Railway Recruitment Control Board (RRC Recruitment)। 

শূন্যপদ

১২০২টি শূন্যপদে ভারতীয় রেলে (RRC Recruitment) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেনস ম্যানেজার পদে নিয়োগ করা হবে। 

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট -৮২৭(অসংরক্ষিত আসন মাত্র ৪২০)

ট্রেনস ম্যানেজার – ৩৭৫ জন (অসংরক্ষিত আসন ১৮৮)

বয়সসীমা

জেনারেল প্রার্থীদের জন্য -৪২ বছর 

ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে-৪৫ বছর

 SC/ST সম্প্রদায়ের জন্য- ৪৭ বছর

বেতন 

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে নির্বাচিত (RRC Recruitment) হলে প্রার্থীর মাসিক বেতন হবে সর্বোচ্চ ২ লক্ষ ২ হাজার টাকা, সপ্তম পে কমিশনের লেভেল ২ অনুসারে বেতন পাবেন তিনি। অন্যদিকে ট্রেনস ম্যানেজার পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন একই কাঠামোর মধ্যে থাকবে। তবে লেভেল ৫ অনুসারে বেতন পাবেন তিনি।

কী যোগ্যতা লাগবে

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আগ্রহী প্রার্থীদের (RRC Recruitment) যে কোনও স্বীকৃত আইটিআই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, হিট ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক ইত্যাদি ট্রেড পাশ করে থাকতে হবে। আইটিআই থেকে ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে প্রার্থীর।

অন্যদিকে ট্রেনস ম্যানেজার পদের আগ্রহী প্রার্থীদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

প্রতিটি পদের জন্যেই কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তাঁর সঙ্গে থাকবে অ্যাপ্টিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন ইত্যাদি

চলতি বছরের ১৩ মে থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ১২ জুনের আবেদনের শেষ তারিখ।অনলাইনেই করতে হবে এই পদের জন্য আবেদন। RRC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *