মুম্বই: রবিবার ভোরে শহরের বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই সারা দেশ তোলপাড়। সম্প্রতি নতুন খবর, মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে, এমনটাই জানালেন এক আধিকারিক। এছাড়া যারা গুলি চালিয়েছে, তাদের স্পষ্ট ছবিও পাওয়া গিয়েছে সিসিটিভি-র সাহায্যে।
পুলিশ অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, তারা দু’জনে ওই বাইকে চেপেই এসেছিল।
আরও পড়ুন: পয়লা বৈশাখে দুঃসংবাদ! প্রখ্যাত প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘরেই, পরিবারের কথায় দানা বাঁধছে রহস্য!
বান্দ্রা পুলিশ কর্মকর্তার মতে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ (হত্যার চেষ্টা) এবং অস্ত্র আইনের অধীনে ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির’ বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন ব্যক্তি চার রাউন্ড গুলি চালায়। অভিনেতা থাকেন সেই বাড়িতেই। ভোর ৫টার দিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা, পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গুলি চালানোর পর খানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
মুম্বই: রবিবার ভোরে শহরের বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই সারা দেশ তোলপাড়। সম্প্রতি নতুন খবর, মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে, এমনটাই জানালেন এক আধিকারিক। এছাড়া যারা গুলি চালিয়েছে, তাদের স্পষ্ট ছবিও পাওয়া গিয়েছে সিসিটিভি-র সাহায্যে।
বিজ্ঞাপন
পুলিশ অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, তারা দু’জনে ওই বাইকে চেপেই এসেছিল।
আরও পড়ুন: পয়লা বৈশাখে দুঃসংবাদ! প্রখ্যাত প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘরেই, পরিবারের কথায় দানা বাঁধছে রহস্য!
বান্দ্রা পুলিশ কর্মকর্তার মতে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ (হত্যার চেষ্টা) এবং অস্ত্র আইনের অধীনে ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির’ বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন ব্যক্তি চার রাউন্ড গুলি চালায়। অভিনেতা থাকেন সেই বাড়িতেই। ভোর ৫টার দিকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা, পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। গুলি চালানোর পর খানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ, অপরাধ শাখার কর্মীরা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল অভিনেতার বাড়ির কাছের সিসিটিভি ক্যামেরার ফুটেজ-সহ প্রমাণ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সময় অভিনেতা বাড়িতে উপস্থিত ছিলেন কিনা সে বিষয়ে পুলিশ বা খানের পরিবারের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।
গত বছরের মার্চ মাসে, সলমনকে হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয় তাঁর অফিসে। যার পরে মুম্বই পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ১২০-বি (অপরাধী ষড়যন্ত্র), ৫০৬-II (অপরাধীর ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য)-তে মামলা নথিভুক্ত হয়। তার আগে ২০২২ সালের জুনে একজন অজ্ঞাত ব্যক্তি একটি হাতে লেখা নোটের মাধ্যমে সলমনকে হুমকি দিয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।