Samsung-এর নতুন ধামাকাদার মোবাইল চলে এল দেশে। গ্যালাক্সি সিরিজের আরও একটি দুর্দান্ত ফিচার্সের মোবাইল আনা হল গ্রাহকদের জন্য। বুধবার দেশে এন্ট্রি নিয়েছে Samsung Galaxy M35 5G স্মার্টফোন। গত বছর থেকে গ্যালাক্সি M সিরিজের স্মার্টফোন আনছে স্যামসাং। গতবছর লঞ্চ হয়েছিল M34। এদিন যে ডিভাইসটি লঞ্চ করেছে সংস্থা তাতে 6,000mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে, সেই 120 hz ডিসপ্লে, আরও অনেক ফিচার্স রয়েছে এই মোবাইলে।
Samsung Galaxy M35 5G কত দামের মধ্যে পাচ্ছেন, জেনে নিন
স্মার্টফোনের তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা – 6 জিবি+128 জিবি, 8 জিবি+128 জিবি এবং 8 জিবি + 256 জিবি, ফোনের দাম যথাক্রমে : ১৯,৯৯৯ টাকা, ২১,৪৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা
আগামী 20 জুলাই থেকে অ্যামাজনে শুরু হবে ফোনের সেল, অনলাইনের পাশাপাশি অফলাইন স্টোর থেকেও কিনতে পারবেন এই স্মার্টফোন, রঙের ক্ষেত্রে তিনটি বিকল্প রয়েছে – ডার্ক ব্লু, লাইট ব্লু এবং গ্রে।
সেল শুরুর প্রথম দিনেই ফোনের উপর ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক কার্ডের উপর মিলবে ২০০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া ১০০০টাকা পর্যন্ত অ্যামাজন পে ক্যাশব্যাকও পাওয়া যাবে। অর্থাৎ প্রথম দিন মোবাইলটি কিনলে ৩০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে আপনার। তবে আর দেরি কেন?
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)