আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(RG Kar Medical College hospital) আর্থিক দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) কুকীর্তি শুধু বাংলাতেই নয়, বিদেশেও ছড়িয়েছে। ৭ বছর আগে মেল নার্সকে যৌন হেনস্থার দায়ে তিনি গ্রেফতারও হয়েছিলেন হংকংয়ে(Hong kong)।
সূত্রের খবর, ২০১৭ সালে হংকংয়ের কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মেল নার্সিং পড়ুয়া এক বাঙালি চিকিৎসক এরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেখানকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযোগ ছিল আপত্তিকর ভাবে ওই ছাত্রের নিতম্বে থাপ্পড় মারা হয়, এমনকি যৌনাঙ্গেও হাত দেওয়া হয়। এমন ঘটনার পর সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞেস করেছিলেন ‘ডু ইউ লাইক দিস?’।
এহেন অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত চিকিৎসক সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল এবং কয়েকদিন তাকে হেফাজতে থাকতেও হয়েছিল তাকে।