ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি(Mohammed Shami)কে নাকি বিয়ে করছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা(Sania Mirza)! গত কয়েকদিন ধরে এই জল্পনায় উত্তাল সোশাল মিডিয়া। এমনকি দুই তারকার বিয়ের ছবি পর্যন্ত বানিয়ে ফেলেছেন নেটনাগরিকরা। সবমিলিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা দুই তারকার বিয়ে নিয়ে। কিন্তু খবরটি আদৌ কি সত্যি?
কেন আচমকা শুরু হল এমন জল্পনা? আসলে চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়া মির্জার (Sania Mirza)। তার পর পাক-ক্রিকেটার আবার বিয়ে করেছেন। এহেন পরিস্থিতিতে একটি টিভি শোতে গিয়েছিলেন টেনিস সুন্দরী বক্তব্যে জল্পনা শুরু হয়। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, বায়োপিক হলে তাঁর প্রেমিকের চরিত্রে কে অভিনয় করলে তিনি খুশি হবেন? তাঁর উত্তর মন জিতে নিয়েছে দেশের ক্রীড়াভক্তদের। তিনি বলেন, “আগে ভালোবাসার মানুষ তো খুঁজে পাই।” সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সঞ্চালকরা।
এই টিভি শো সম্প্রচারিত হওয়ার পরেই নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়, এরই মাঝে হঠাৎ করে ভেসে ওঠে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। ভারতীয় দলের তারকা পেসারের বৈবাহিক জীবন বিতর্কে ভরা। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। নেটিজেনদের দাবি, তাহলে কি বিবাহবিচ্ছিন্ন দুই তারকা এবার একসঙ্গে পথ চলবেন?
এই জল্পনাকে নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। তিনি বলেন, “এসব খবরের কোনও সত্যতা নেই। শামির সঙ্গে সানিয়ার কোনওদিন দেখা পর্যন্ত হয়নি।” অতএব আপাতত দুই ক্রীড়াতারকার বিয়ের সম্ভাবনাই নেই। সোশ্যাল মিডিয়া তাঁদের বিয়ের তোরজোর করলেও বাস্তবে তা একেবারেই আকাশকুসুম কল্পনা!
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)