সোমবার নিউ মার্কেটে(New Market অবৈধ হকার ও দোকান তুলতে সার্ভে কাজ শুরু হল।তৃণমূল বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার(Debashis Kumar) সহ পৌর আধিকারিকদের নিয়ে শুরু হল সার্ভে কাজ। নিউ মার্কেট পরিদর্শন করে দেবাশিস কুমার জানান, নিউ মার্কেট আগের থেকে অনেক ভালো। আগে মানুষ ঢুকতে পারত না। এখন মানুষ স্বাভাবিক ভাবে হাঁটাচলা করছেন। যেখানে বেআইনি পার্কিং আছে সেখানে পুলিশকে বলা হয়েছে ব্যবস্থা গ্রহণ করতে।
তিনি আরও বলেন, ‘আমরা যেখানে দেখেছি হ্যাঙ্গিং করার সম্ভাবনা আছে সেটা দেখা হচ্ছে। হকারদের পাশাপশি দোকানদারদের অনেক জায়গায় দখল করে রয়েছে। তাদেরকে আমরা আবেদন জানাচ্ছি। কোথায় বসে হকারি করছে, তাদের কাছে কলকাতা পৌর সংস্থার বৈধ নথি আছে কিনা খুঁটিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকারের অ্যাপ দিয়ে আজ ছবি তুলে রাখা হচ্ছে। আমরা ছবি তুলে দিয়ে দিচ্ছি। যারা ভাড়া দিয়ে চলে যাচ্ছে। তাহলে তাদের কে ভেন্ডর করে দেওয়া হবে। কমিটি সিদ্ধান্ত নেবে কি করা হবে।’ যেখানে যেখানে রাস্তা দখল করে রয়েছে তাদেরকে সরাতে বলা হয়েছে। রাস্তা তো বাড়ানো যাবে না। সবচেয়ে বড় সমস্যা।’
নিউ মার্কেট হকার ও দোকানদের খুঁটিয়ে দেখা হচ্ছে তাদের পরিচয় পত্র সহ নথি।আধার কার্ড, ভোটের কার্ড সহ ভেন্ডিং সার্টিফিকেট খুঁটিয়ে দেখা হচ্ছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)