Sayantika Banerjee: শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, মাঝ দরিয়ায় সায়ন্তিকা-রায়াত!

Bengal News
Share this news

মাঝ দরিয়ায় বাংলার দুই ভাবি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। বরানগর এবং ভগবানগোলার দুই নবনির্বাচিত বিধায়কের সমর্থনকে কেন্দ্র করে রাজ ভবনের সঙ্গে বিধানসভার অধ্যক্ষ ও শাসক দলের সংঘাত আরও তীব্র হচ্ছে৷। বুধবার দুপুরে শপথ পাঠ করাতে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু তৃণমূলের দুই ভাবী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রায়াত হোসেন সরকার কেউই সেই ডাকে সাড়া দিচ্ছেন না আপাতত। তাঁরা জানিয়েছেন, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাঁরা শপথ নেওয়ার জন্য অপেক্ষা করবেন বিধানসভা ভবনে। রাজ্যপাল বা তাঁর মনোনীত ব্যক্তি চাইলে সেখানেই এসে এসে তাঁদের শপথ পাঠ করাতে পারেন। কিন্তু তাঁরা কোনও ভাবেই রাজভবনমুখো হবেন না।

মঙ্গলবার সকাল থেকেই তৃণমূলের দুই জয়ী বিধানসভা প্রার্থী সায়ন্তিকা এবং রায়াতের শপথ নিয়ে সরগরম বাংলা রাজনীতি। এক দিকে রাজ্যপাল চান সায়ন্তিকারা রাজভবনে এসে তাঁর কাছে শপথ পাঠ করুন। অন্য দিকে, সায়ন্তিকাদের বক্তব্য, তাঁরা রাজভবনে যাবেন না। কারণ প্রথমত, রাজভবন তাঁদের ভবিষ্যতের কর্মক্ষেত্র নয়। তাঁদের কাজ করতে হবে বিধানসভায়। আর রাজভবন থেকে সেই বিধানসভার অধ্যক্ষকে অপমান করা হয়েছে। তাই তাঁরা কোনও ভাবেই সেখানে শপথ পাঠ করতে যাবেন না। মঙ্গলবার বেলা থেকে শুরু হওয়া এই ঘটনাপ্রবাহের শেষ দফায় বিধানসভার স্পিকারের কাছেই পরামর্শ চাইতে এসেছিলেন সায়ন্তিকারা। দীর্ঘ আ়ড়াই ঘণ্টা তাঁদের কথা হয় বিধানসভায় বিমানের ঘরে। তার পরেই বেরিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান।

বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভায় এসে তাঁদের শপথ বাক্য পাঠ করানোর জন্য ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দেবেন বরানগর ও ভগবানগোলার বিধায়ক৷ রাজ্যপালের জন্য আগামিকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভায় অপেক্ষাও করবেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *