বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ(Recruitment) করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)(SBI))-তে । শুক্রবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্যাঙ্কে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। ইতিমধ্যেই অনলাইনে আবেদন করা শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসার (এসসিও)-র বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
এর মধ্যে রয়েছে— সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড), সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজ়নেস), রিলেশনশিপ ম্যানেজার, ভিপি ওয়েলথ, রিলেশনশিপ ম্যানেজার-টিম লিড, রিজিয়নাল হেড, ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট এবং ইনভেস্টমেন্ট অফিসার।
মোট শূন্যপদের সংখ্যা ১০৪০
নিযুক্তদের পোস্টিং দেশের বিভিন্ন শহরে হতে পারে। সমস্ত পদে চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য কর্মীদের নিয়োগ করা হবে। এর মধ্যে প্রথম এক বছর তাঁদের ‘প্রবেশন’-এ রাখা হবে।
সমস্ত পদে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। পদ অনুযায়ী, নিযুক্তদের বার্ষিক বেতনের পরিমাণ হবে ২৬ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্তউল্লেখ্য, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। আগ্রহীদের জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আগামী ৮ অগস্ট আবেদনের শেষ তারিখ। আরও বিস্তারিত জানুন bank.sbi/careers ওয়েবসাইটে গিয়ে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)