আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের এবার কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

SC Hearing on RG Kar Case: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ শীর্ষ আদালতের

Bengal National News
Share this news

আরজি কর(RG Kar) কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের এবার কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)।অবিলম্বে কাজে যোগ দিতে হবে তাদের। সোমবার আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধী ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের একটানা আন্দোলন নিয়ে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের।সোমবার মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গটি ফের তোলা হয়। রাজ্যের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, “একটানা আন্দোলনের জেরে ২৩ জন মারা গিয়েছেন। ৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জুনিয়র চিকিৎসকরা এখনও কাজে ফিরছেন না। পুলিশের অনুমতি না নিয়েই জায়গায়-জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। ৪১ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।”রাজ্যের আইনজীবীর সওয়ালের পাল্টা চিকিৎসকদের আইনজীবীও তাঁর সওয়ালে বলেন, “হুমকি দেওয়া হচ্ছে জুনিয়র চিকিৎসকদের।” এরপরই বিষয়টি নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের।

সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে আবারও জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও জানান, প্রয়োজনে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাতেও বসবেন তিনি।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *