আরজি কর(RG Kar) কাণ্ডে সুপ্রিম কোর্টে(Supreme Court) শুনানি শুরুর আগে রাজ্যের আর্জি একেবারে খারিজ করে দিল কোর্ট।শুরুতেই রাজ্য সরকারের তরফে কৌঁসুলি আইনজীবী কপিল সিব্বল(Kapil Sibbal) শুনানির সরাসরি সম্প্রচার নিয়ে আপত্তি জানান। কিন্তু, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একবাক্যে সেই প্রস্তাব খারিজ করে দেন। এরপর শুনানি শুরু হয়।
প্রধান বিচারপতি(CJI) ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে সিবিআই এদিন নতুন স্ট্যাটাস রিপোর্ট দাখিল করে।
রাজ্যের তরফে সিব্বল জানান, রাজ্যের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন, তাঁদের সমাজমাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। মহিলা আইনজীবীদের অ্যাসিড ছুড়ে মারা হবে, ধর্ষণ করা হবে হুমকি আসছে। সিব্বল বলেন, ‘আমরা অভিযুক্তের পক্ষের আইনজীবী নই।’ তাঁর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এটা জনস্বার্থের প্রশ্ন। এটা মুক্ত আদালত। তবে বিষয়টি বিবেচনা করছি।’
অন্যদিকে ডাক্তারদের তরফে আইনজীবী শীর্ষ আদালতে বলেন, ‘অপরাধ ঘটনাস্থলে আরও কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন। আমরা তাঁদের নাম সিবিআইয়ের কাছে মুখবন্ধ খামে দিতে চাই। যা আদালতের সামনে বা প্রকাশ্যে আনতে চাইছি না। চন্দ্রচূড় তার জবাবে বলেন, তদন্তের কাজে আরও সময় লাগবে। সিবিআইকে আমাদের সময় দেওয়া উচিত। সত্যকে খুঁজে বের করতে তাদের প্রয়োজনীয় সময় প্রয়োজন।’
মঙ্গলবার শীর্ষ আদালতে আর জি কর মামলার শুনানিতে সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের রাত্রীকালীন শিফট তুলে দেওয়া নিয়ে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিকে তুলোধনা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, রাতের শিফট তুলে দেওয়া নয়, মহিলাদের নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব।
দেশের শীর্ষ আদালতের অন্যতম বড় নির্দেশ গিয়েছে উইকিপিডিয়ার কাছে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ উইকিপিডিয়াকে বলা হয়েছে, অবিলম্বে উইকিপিডিয়ার পেজ থেকে আরজি কর-র নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে।গুগলে সার্চ ইঞ্জিনে আরজি কর-এর ঘটনা নিয়ে খোঁজ করলে উইকিপিডিয়ার পাতায় উঠে আসছে আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম। যা নিয়ে মঙ্গলবারের শুনানিতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত উইকিপিডিয়াকে সাফ নির্দেশ দিয়েছে, যাতে এই ঘটনা নিয়ে উইকিপিডিয়ার যে পেজ রয়েছে, তা থেকে যেন নির্যাতিতার নাম মুছে ফেলা হয়।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)