Second hand cars: সবথেকে বেশি বিক্রি হওয়া সেকেন্ড হ্যান্ড গাড়ির মডেলগুলি দেখে নিন

Gadget Technology
Share this news

বাঙালি দুধে ভাতে থাকার পাশাপাশি যদি একটু ঘুরে বেড়াতে পারে তাহলে আনন্দের শেষ থাকেনা। এর পর বিষয়টা আরো ভালো হয় যদি নিজের একটা চার চাকা গাড়ি হয় তাহলে তো আর কোনো চাহিদাই থাকেনা। যখন মন চায় তখনই বেরিয়ে পড়া যায়। তবে মধ্যবিত্ত বাঙালি একটু বাজেটের কোথাও চিন্তা করে। তাই নতুন গাড়ির থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রতি তাঁদের ঝোঁক ক্রমশ বাড়ছে। ফলে বাড়ছে বাজারও। কমপ্যাক্ট হ্যাচব্যাক (Compact hatchbacks) থেকে প্রশস্ত সেডান (Sedans), রাগড এসইউভি(Rugged SUV) থেকে স্টাইলিশ ক্রসওভার (Crossovers) ক্রেতাদের চাওয়াপাওয়ার তালিকায় রয়েছে একাধিক গাড়ি। এই বছর যে সমস্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রেতারা চোখ বন্ধ করে কিনতে পারেন, তার তালিকা দেখে নিতে পারেন।

Maruti Suzuki Celerio: মারুতি সুজুকি সেলেরিও হল কমপ্যাক্ট হ্যাচব্যাক গাড়ি। পেট্রোল এবং সিএনজি-তে চলে। ১ লিটার পেট্রোলে চলে ২৬ কিমি পথ। আর ১ কেজি সিএনজিতে পাড়ি দিতে পারে ৩৫ কিমি। এক্স শোরুম দাম ৫.৩৫ লাখ টাকা। তবে সেকেন্ড হ্যান্ড বাজারে এই গাড়ি মিলবে ৪.১৬ লাখ টাকায়।

Maruti Wagoner R: মারুতি ওয়াগনার আর-ও কমপ্যাক্ট হ্যাচব্যাক গাড়ি। পেট্রোল এবং সিএনজি, দুরকম জ্বালানিতেই চলবে। মাইলেজ দিচ্ছে ২৫.১৯ কিমি। ১ কেজি সিএনজিতে চলবে ৩৪.০৫ কিমি পথ। এক্স শোরুম দাম ৫.৫২ লাখ টাকা। সেকেন্ড হ্যান্ড বাজারে মিলছে ৪ লাখ টাকায়।

Maruti Alto K10: মারুতি অল্টো কে১০ হ্যাচব্যাক গাড়ি। পেট্রোল এবং সিএনজি-তে চলে। ১ লিটার পেট্রোলে (ম্যানুয়াল) ২৪.৪ কিমি এবং ২৪.8 কিমি (অটোমেটিক) পথ পাড়ি দিতে পারে। ১ কেজি সিএনজিতে চলে ৩১.4 কিমি। এক্স শোরুম দাম ৩.৯8 লাখ টাকা। তবে সেকেন্ড হ্যান্ড বাজারে ৩ লাখ টাকায় মিলছে।

Maruti Dzire: মারুতি ডিজ্যায়ার সেডান গাড়ি। পেট্রোল এবং সিএনজি-তে চলে। ১ লিটার পেট্রোলে পাড়ি দিতে পারে ২7 কিমি পথ। ১ কেজি সিএনজিতে চলবে ৩0 কিমি। এক্স শোরুম দাম ৯.৪4 লাখ টাকা। সেকেন্ড হ্যান্ড বাজারে এই গাড়ি মিলছে অর্ধেকের কম দামে, ৩.৫7 লাখ টাকায়।

Maruti Swift: মারুতি সুইফট হ্যাচব্যাক প্রকৃতির গাড়ি। পেট্রোল এবং সিএনজিতে চলে। ১ লিটার পেট্রোলে ২২ কিমি পথ পাড়ি দিতে পারে। ১ কেজি সিএনজিতে অতিক্রম করে ৩০ কিমি পথ। এক্স শোরুম দাম ৬.৬ লাখ টাকা। সেকেন্ড হ্যান্ড বাজারে মিলবে ৬.১ লাখ টাকায়।

Hyundai i20: হুন্ডাই আই২০ হ্যাচব্যাক গাড়ি। পেট্রোল এবং ডিজেলে চলে। ১ লিটার পেট্রোলে পাড়ি দেয় ২১ কিমি এবং ১ লিটার ডিজেলে ২০ কিমি পথ। এক্স শোরুম দাম ৭.৭ থেকে ১১.৬৩ লাখ টাকা। সেকেন্ড হ্যান্ড বাজারে মিলছে ৪.৭৬ লাখ টাকায়।

ওপরের সমস্ত গাড়ির তথ্যগুলো একেবারে সঠিক নাও হতে পারে, ভাষাভাষা যতটুকু তথ্যের জন্য দেওয়া যায় ততটুকুই দেওয়া হলো। এরপরে গ্রাহকরা নিজেদের সুবিধা মতো কেনার সময় তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ রইল। এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য শেয়ারের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *