বুধবার রাতের অন্ধকারে চন্ডীপুর বিধানসভা এলাকার কুখ্যাত চুল মাফিয়া মুকুল আলির নেতৃত্বে বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

Shankudeb Panda: হামলার নেপথ্যে চুল মাফিয়ার ষড়যন্ত্র, দাবি শঙ্কুদেব পণ্ডার, সোহমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

Bengal News Politics
Share this news

বুধবার রাতের অন্ধকারে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্ডীপুর বিধানসভা এলাকার কুখ্যাত চুল মাফিয়া মুকুল আলির নেতৃত্বে বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।চন্ডীপুর বিধানসভায় কর্মসূচী শেষ করে রাতে যখন শঙ্কুদেব ফিরছিলেন তখন দলীয় কার্যালয়ের কাছাকাছি এলাকাতেই তাঁর গাড়ির উপর আক্রমণ হয়।

গাড়ির যেই আসনে তিনি বসেন নির্দিষ্টভাবে সেই আসনকে লক্ষ্য করেই আক্রমণ করা হয়।চারজন চারটি বাইকে করে এসে এই আক্রমণ চালায়। এর মধ্যে তিনজন বাইক নিয়ে পালিয়ে যায় কিন্তু একজনকে দলীয় কর্মীরা ধরে ফেলে। ঘটনায় রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলেছে পদ্ম শিবির। তবে সেই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব

এই ঘটনার প্রেক্ষিতে শঙ্কুদেব পন্ডা বৃহস্পতিবার কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে ডেপুটেশন জমা দেন। এরপর সাংবাদিক বৈঠকে কিছু বক্তব্য রেখেছেন বিজেপি নেতা।

‘২০২৩ সালে একটা ঘটনা ঘটেছিল, বিরোধী দলের নেতা গাড়িতে একটা দুর্ঘটনা ঘটে একজন মারা যায়। তার পরে তৃণমূলের নেতারা দেহ নিয়ে কাঁথিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। তৃণমূল ৩০২ মামলা করে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা করে তৃণমূল।গতকাল আমি যখন বৈঠক করতে যাই তখন চন্ডীপুরে আমার গাড়ির উপরে একটা বাইক নিয়ে হামলা চালানো হয়। সেই সময় তৃণমূল  কিছু স্কোয়াড তৈরি করেছে যার নাম সুকুডিয়াল স্কোয়াড । মানুষের চুল যারা পাচার করেন। তাদের মদত দেন সোহম চক্রবর্তী। তারা চক্রান্ত করে বিজেপি বিরুদ্ধে মামলা করে যাতে নির্বাচন থেকে আমাদের বিরত রাখা যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এদিন চুল পাচারকারী মাফিয়া চক্রান্ত করে বাইরে থেকে লোক নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা সেখানকার রিটার্নিং অফিসারকে জানিয়েছি। থানায় অভিযোগ করেছে। স্যাটেলাইট পুলিশিং-এর মাধ্যমে যেভাবে পুলিশ কে নিয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল। এসপি ডিএম এডিএম এবং বিডিও রা সরাসরি যুক্ত আছে বলে অভিযোগ শঙ্কু পণ্ডার । আমরা শুভেন্দু অধিকারীর ঘটনা পরিপেক্ষিতে সেই বিষয়কে নির্বাচন কমিশনে জানাব’। বাইরে দেখে লোক নিয়ে আসছে। চন্ডীপুর থানা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপি নেতার। সেন্ট্রাল ফোর্সকে অনেক জায়গায় আটকানো হচ্ছে। শুক্রবার চন্ডীপুর বাজারে প্রতিবাদ কর্মসূচি রেখেছে বিজেপি। নির্বাচন শেষ না হতেই মানুষ কে খুন করে দিয়েছে তৃণমূল। মন্তেশ্বরে বিজেপির একজন কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। শঙ্কুদেবের অভিযোগ,‘বাইরে থেকে লোক নিয়ে এসে অস্ত্র ব্যবহার করছে এই চুল মাফিয়া। আইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি বিজেপি নেতার। তিনি আরও বলেছেন, ‘ 4 তারিখে ফলাফল ঘোষণা পর বুঝে যাবেন যে এই সরকার আর থাকবে না। হেরে যাওয়ার ভয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে তৃণমূল।’ বিধায়ক সোহম চক্রবর্তী সঙ্গে চুল মাফিয়ার সঙ্গে সম্পর্কে আছে বলে অভিযোগ শঙ্কু পান্ডার। 

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *