ভারতে এসে পৌঁছলেন শেখ হাসিনা।দিল্লি লাগোয়া গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে শেখ হাসিনার বিমান, সূত্রের খবর।আরও জানা গিয়েছে, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তিনি হয়তো এখান থেকে লন্ডনে পাড়ি দিতে পারেন বলে সূত্রের খবর।

Sheikh Hasina: গাজিয়াবাদে পৌঁছেছেন শেখ হাসিনা, এরপর গন্তব্য কোথায়?

International National News
Share this news

ভারতে(India) এসে পৌঁছলেন শেখ হাসিনা(Sheikh Hasina)।দিল্লি লাগোয়া গাজ়িয়াবাদের(Gaziabad) হিন্ডন এয়ারবেসে নামে শেখ হাসিনার বিমান, সূত্রের খবর।আরও জানা গিয়েছে, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তিনি হয়তো এখান থেকে লন্ডনে পাড়ি দিতে পারেন বলে সূত্রের খবর। তবে পরে জানা যায়, ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবে কি আপাতত ভারতেই থাকছেন তিনি? নাকি অন্য কোথাও যাবেন, সেটা এখনও স্পষ্ট নয়।

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নামে হাসিনার বিমান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা এবং কয়েক জন অফিসার।

প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে রীতিমত পালিয়ে আসতে হয়েছে হাসিনাকে। জল্পনা ছিল যে, দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে হাসিনার বিমান। কিন্তু পরে জানা যায়, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজ়িয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করেছেন হাসিনা। এরপরের গন্তব্য কোথায় সেটাই এখনও ধোঁয়াশায় রয়েছে।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

1 thought on “Sheikh Hasina: গাজিয়াবাদে পৌঁছেছেন শেখ হাসিনা, এরপর গন্তব্য কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *