অশান্ত বাংলাদেশ(Bangladesh) ছেড়ে শেখ হাসিনা(Sheikh Hasina) ভারতে কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছেন। যদিও সেখানে ঠিক কোথায় তিনি আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ভারত থেকে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোন দেশ, তা নিয়ে চলছে নানা জল্পনা।
শুরুতে ধারণা করা হচ্ছিল, শেখ হাসিনা(Sheikh Hasina) ভারত(India) থেকে যুক্তরাজ্যে যাবেন। কিন্তু তাঁর যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। কারণ, যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না।
সূত্রের খবর, হাসিনা লন্ডনে যেতে চেয়েছিলেন, কিন্তু সেখারকার সরকার তাঁকে আস্রয় দিতে পর্যত্যাখ্যান করেছেন। যদিও হাসিনার ছেলের দাবি, তিনি মোটেই নাকি লন্ডনে যেতে চাননি।
তবে এরপর কোন দেশে যাবেন শেখ হাসিনা?
বেলারুশ– শেখ হাসিনা যেতে পারেন বেলারুশে। তাঁর দাবি, বেলারুশে যেহেতু যুদ্ধপরাধী আইনে অভিযুক্তদের বিতাড়িত করার কোনও চুক্তি বা নিয়ম নেই। সেই কারণেই সে দেশে আশ্রয় নিতে পারেন হাসিনা।
প্রসঙ্গত, ভারত সহ একাধিক দেশই আন্তর্জাতিক চুক্তির অধীনে রয়েছে, যেখানে যুদ্ধাপরাধী বা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের আশ্রয় দেওয়া যায় না। বেলারুশে এমন কোনও নিয়ম না থাকায়, নিরাপদ আশ্রয় হিসাবে এই দেশকে বেছে নিতে পারেন হাসিনা।
সংযুক্ত আরব আমিরশাহি– মুসলিম শাসিত রাষ্ট্র হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা, সূত্রের খবর
বেলজিয়াম– আবার এটাও শোনা যাচ্ছে, বেলজিয়ামেও আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা।
ফিনল্যান্ড– বেলজিয়ামের পাশাপাশি ফিনল্যান্ডেও আশ্রয় চাইতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, এই দেশগুলির মদ্যে ফিনল্যান্ডে হাসিনার পরবর্তী গন্তব্য হওয়ার সম্ভাবনা বেশি। তবে সবটাই এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। স্পষ্টভাবে এবিষয়ে কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)