ফের বিতর্কে জড়ালেন রাজ কুন্দ্রা(Raj Kundra)-শিল্পা শেট্টি(Shilpa Shetty)। তারকা দম্পতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন বুলিয়ন (সোনা, রুপোর ব্যবসার জন্য বিশেষ প্ল্যাটফর্ম) ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারি(Prithviraj Saremal Kothari)। দম্পতির বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দিল মুম্বই দায়রা আদালত।
সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড(Satyug Gold Pvt. Ltd) সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ। ২০১৪ সালে এই সংস্থার অধীনে একটি যোজনা চালু হয়। সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য যাই থাকুক, সেই হারেই সোনা ফেরত দেওয়া হবে।
অভিযোগ, সেই যোজনায় বিনিয়োগ করেছিলেন পৃথ্বীরাজ কোঠারি। তাঁর দাবি তিনি সরাসরি তারকা দম্পতির সঙ্গে দেখা করে এই বিষয়ে বিশদ আলোচনা করেছিলেন। তারপর বিনিয়োগ করেছিলেন। ২০১৫ সালে এই স্কিমটি বন্ধ হয়ে যায়। সেসময় কোঠারি তাঁর টাকা ফেরত চান। কিন্তু তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয় মেয়াদ শেষে স্কিমের প্রতিশ্রুতি অনুযায়ী টাকা তিনি ফেরত পাবেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে বেঁকে বসে রাজ-শিল্পার সংস্থা। ৯০.৩৮ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কোঠারি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত হলে শিল্পা-রাজেরর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তারকা দম্পতি।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)