কার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী? Entertainment News Photo Gallery 12 June 202412 June 2024Newsai24x7Leave a Comment on কার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী? Share this news সম্প্রতি হীরামান্ডি (Heeramandi) দিয়ে দর্শকের মনে ঝড় তুলেছেন ফরিদান ওরফে সোনাক্ষী সিনহা এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি কিন্তু, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ? সম্প্রতি এই গুঞ্জন উঠতেই সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে গিয়েছে সোনাক্ষীর বিয়ে দাবাং গার্ল এর পাত্র আর কেউ নন, তিনিও হলেন একজন সুদর্শন অভিনেতা তিনি হলেন জাহির ইকবাল, ডবল এক্সএল (Double XL) ছবিতে জুটি বেঁধেছিলেন সোনাক্ষী – জাহির দর্শকের নজর কাড়ে এই জুটি, রিল লাইফ থেকে রিয়েল লাইফেও এবার জুটি বাঁধতে চলেছেন তাঁরা ২৩ জুন গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল (Zaheer Iqbal)