তিনি ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি। তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক(Former Indian Captain)। তিনি বাংলা তথা দেশের গর্ব। আর তাঁকেই দেওয়া হচ্ছে এবছর ‘মোহনবাগান রত্ন’ (Mohun Bagan Ratna)।
‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ঘটনাচক্রে, ওই দিন থেকেই অনুশীলন শুরু করছে মোহনবাগানের সিনিয়র দল। যে দিন সৌরভের নাম ঘোষণা করা হল, সে দিনই মোহনবাগান কলকাতা লিগে প্রথম ম্যাচে জিতেছে।
খেলোয়াড় জীবনে ন’বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সবুজ-মেরুনের তাঁবুতে দেখা গিয়েছে তাঁকে। শেষ বার এসেছিলেন গত ২১ ডিসেম্বর। সে দিন মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচন করা হয়। সৌরভের হাতে নতুন সদস্য কার্ড তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। অতীতে একটি অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছিলেন, তিনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবেরই সমর্থক। তবে মোহনবাগানের সঙ্গে একটু বেশি ‘ঘনিষ্ঠ’।
প্রতি বছরই ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার দেওয়া হয়। ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রীড়াবিদের হাতে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন গৌতম সরকার। তার আগের বছর পেয়েছিলেন শ্যাম থাপা। তবে এ বারই সম্ভবত প্রথম বার কোনও ক্রিকেটারকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। মহারাজের মুকুটে উঠতে চলেছে ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার।
বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)