প্যারিস অলিম্পিক্সে(Paris Olympic 2024) এবার ১১৭ জন অ্যাথলিটের মধ্যে শুটিংয়ে গিয়েছেন ২০ জন। শুটিং থেকে সবথেকে বেশি পদক জেতার লক্ষ্য রয়েছে। মনু ভাকেরের হাত ধরে ইতিমধ্যেই অলিম্পিক্সে প্রথম দুটো ব্রোঞ্জ পদক এসেছে শুটিং থেকেই। এবার এই তালিকায় যোগ হল আরো একটা পদক। অলিম্পিক্সে ভারত তৃতীয় পদক পেল শুটিং থেকে। ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে(Swapnil Kusale)।
পুরুষদের সিঙ্গলকে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন্সের ফাইনালে খেলতে নামেন স্বপ্নিল কুশালে। কুশালের এই লড়াইটা একেবারেই সহজ ছিল না। পুরো ম্যাচটাই তাঁকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। শেষ পর্যন্ত তৃতীয় স্থানে শেষ করলেন ৪৫১.৪পয়েন্ট পেয়ে। তিনি এই পদকের সঙ্গে রেকর্ড তৈরি করলেন। তিনি হলেন একমাত্র ভারতীয় যিনি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে পদক জিতলেন।
অন্যদিকে, একই দিনে পদকের লড়াই থেকে ছিটকে গেলেন সাত্ত্বিক-চিরাগ, নিখাত জ়ারিন ও শিফট কৌর সামারা।
তবে এদিন ব্যাডমিন্টনে লক্ষ্য সেন(Lakshya Sen) এইচএস প্রণয়কে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন। শুক্রবার লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন চৌ তিয়েন চেংয়ের বিরুদ্ধে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)