সাময়িক স্বস্তি মিললেও এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার

SSC Recruitment Scam: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি মিললেও প্রধান বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য

Bengal News
Share this news

চাকরি বাতিল মামলায় সাময়িক স্বস্তি মিললেও এসএসসি(SSC) নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের( Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। প্রধান বিচারপতির প্রশ্ন, যোগ্য-অযোগ্যদের বাছাই করা হবে কী উপায়ে? তা কি আদৌ সম্ভব? 

গত সোমবার এসএসসি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই মামলার শুনানি ছিল এই সোমবার। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘প্যানেলে নাম নেই, এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। এটা তো সম্পূর্ণ জালিয়াতি’। তাঁর প্রশ্ন, মন্ত্রিসভা যখন জেনেছিল যে, বেআইনি নিয়োগ হয়েছে, তার পরেও কেন তারা বাড়তি পদ তৈরি করতে গেল? ওএমআর শিট নষ্ট হয়ে যাওয়া, মিরর ইমেজ না থাকা, প্যানেলের বাইরে নিয়োগ— এ সব কী করে ঘটল, তা রাজ্যের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।

 তিনি আরও প্রশ্ন তোলেন, ওএমআর শিটই যেখানে নেই, সেখানে কীভাবে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হবে? রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য, ‘‘আপনারা চাকরি বাতিলের বিষয়টি নিয়ে সরব হয়েছেন? অথচ কোনও আসল ওএমআর শিটই নেই। কোন তথ্যের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করছেন? ২৫ হাজার কিন্তু বিশাল সংখ্যা।’’

প্রধান বিচারপতি জানান, পুরো বিষয়টিই তাঁরা শুনবেন। তবে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ উচ্চ আদালত দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *