সম্প্রতি এয়ার ইন্ডিয়া(Air India) বিমানবন্দর লোডার(airport loaders) পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিতে ৬০০ শূন্যপদের উল্লেখ করা হয়েছিল। সেই ৬০০ শূন্যপদের জন্য মঙ্গলবার মুম্বই বিমানবন্দ(Mumbai Airport)রে প্রায় ২৫,০০০ আবেদনকারী গিয়েছিল। এত বেশি আবেদনকারী আসার কারণে মাত্রাতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়েছিল। বিপুল সংখ্যক আবেদনকারীদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় এয়ার ইন্ডিয়ার কর্মীদের।
এমন একটি পরিস্থিতির তৈরি হয়েছিল সেখানে যে ফর্ম দেওয়ার কাউন্টারে পৌঁছতে বিশাল ধাক্কাধাক্কি,, ধস্তাধস্তি শুরু হয় আবেদনকারীদের মধ্যে। সূত্রের খবর, দীর্ঘক্ষণ লম্বা লাইনে অপেক্ষা করার পর ধৈর্যের বাঁধ ভাঙে নিয়োগ সংক্রান্ত ফর্ম নিতে আসা প্রার্থীদের। কারণ খাবার-পানীয় জল ছাড়া দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে তাঁরা হুড়োহুড়ি করে ফর্ম কাউন্টারে পৌঁছতে চেষ্টা শুরু করে। আর তখন একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়।অনেকে অসুস্থবোধ করতে শুরু করেন, এমনকি পদপিষ্ট হওয়ার মত অবস্থাও তৈরি হয়ে যায় সেখানে।
উল্লেখ্য, বিমানবন্দর লোডারদের বেতন মাসিক ২০,০০০টাকা থেকে ২৫,০০০টাকা। যদিও ওভারটাইম করার জন্য সেই বেতন প্রায় ৩০,০০০-এ পৌঁছে যায়। সেই জন্যই এত বিপুল সংখ্যক প্রার্থী আগ্রহী ৬০০ শূন্যপদের জন্য। প্রসঙ্গত, একথা বলতেই হয়, দেশের বেকারত্ব কোন পর্যায়ে পৌঁছেছে মাত্র ৬০০ শূন্যপদের জন্য আবেদন করতে চলেছেন ২৫,০০০ প্রার্থী!
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)