২০১৮ সালে মুক্তি পেয়েছিল কমেডি হরর ছবি ‘স্ত্রী’ (Stree) । রাজকুমার রাও(Rajkumar Rao)), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) , পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathi) অভিনীত একদম নতুন ধরনের ছবিটি রীতিমত ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার আসছে সেই ছবিরই সিক্যুয়েল। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’ (Stree 2)-এর ট্রেলার।
প্রায় আড়াই মিনিটের ট্রেলারের প্রথমটা থ্রিলার হিসেবে শুরু হলেও, রয়েছে কমেডি আর ড্রামার বেশ কিছু আভাসও। ট্রেলারের শুরুতেই পঙ্কজ ত্রিপাঠির (Pankaj Tripathi)-র দরাজ গলার ভয়েজ, বলা হচ্ছে ‘স্ত্রী চলে গেছে, চান্দেরী পুরাণ অনুসারে স্ত্রী গেলেই যার আসার কথা! কে আসবে?’…
‘’সরকাটে’’, অর্থাৎ স্কন্ধকাটা ভূত!
এবার আর ডাইনি নয়, চান্দেরি গ্রাম পড়বে সরকাটের গ্রাসে। একের পর এক মহিলাকে অপহরণ করতে শুরু করতে দেখা যাবে সরকাটেকে। তার হাত থেকে কীভাবে মিলবে মুক্তি? এই পরিস্থিতিতে উঠে আসে শ্রদ্ধা কাপুরের চরিত্র ‘স্ত্রী’-এর কথা। চান্দেরি গ্রামকে কি রক্ষা করবে ‘স্ত্রী’? ট্রেলারের একাংশে দু-জনকে মুখোমুখি হতে দেখা যায়। আগাগোড়া রহস্য, সেই সঙ্গে রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠির কমেডি সংলাপ সব মিলিয়ে ট্রেলারেই ‘স্ত্রী ২’ মন জয় করেছে মানুষের। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেনদের।আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি। থ্রিলার, কমেডিতে ভরা হরর মুভি ‘স্ত্রী ২’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর এখন ছবিটি মুক্তি পাওয়ার অধীর অপেক্ষায় সিনেপ্রেমীরা।
বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)