মহাকাশে গবেষণা করতে গিয়ে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আর তাই নির্ধারিত দিনে পৃথিবীতে ফিরতে পারছেন না সুনীতা ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর।

Sunita Williams: মহাকাশে আটকে সুনীতা উইলিয়ামস, কবে ফিরতে পারবেন ঠিক নেই!

International News Science
Share this news

মহাকাশে গবেষণা করতে গিয়ে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস(Sunita Williams)। তাঁর মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আর তাই নির্ধারিত দিনে পৃথিবীতে ফিরতে পারছেন না সুনীতা ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। নাসা অনির্দিষ্টকালের জন্য বোয়িং স্টারলাইনারের প্রত্যাবর্তন বন্ধ করার কারণে তাঁরা এখনই পৃথিবীতে ফিরতে পারছেন না।ফলে আরও কিছুদিন তাঁদের মহাকাশে থাকতে হবে। অভিযান শুরুর সময় সমস্যা দেখা দিয়েছিল। আবার পৃথিবীতে ফিরে আসার সময়ও সমস্যার মুখোমুখি হলেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস(Sunita Williams)

মহাকাশযানের ফেরার যাত্রা কবে হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি নাসা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণেই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনীতার ফিরে আসতে এখনও কিছুদিন সময় লাগবে। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিজ্ঞানীরা। সেই সঙ্গে মহাকাশচারীদের পরিজনরাও উদ্বিগ্ন এই খবরের পর।

অত্যাধুনিক ST-200 Boeng Starliner মহাকাশযানে সুনীতা ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর রওনা হয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। গত ৫ জুন তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন। সেখানে নানা গবেষণা করার কথা ছিল তাঁদের। সব কিছু ঠিকঠাক চলছিল। সব কাজ সেরে ১৪ জুন পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু সেই দিন বদলে নাসা ২৬ জুন প্রত্যাবর্তন ধার্য করে। এখন জানা যাচ্ছে, ২৬ জুন তাঁদের ফেরানো হবে না। মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁদের পৃথিবীতে ফিরে আসার দিন আরও পিছিয়ে গিয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কবে ওই দুই মহাকাশচারী রওনা দেবেন সেই বিষয়ে কিছু জানায়নি নাসা। কবে ফিরবেন সুনীতারা তার কোনও ঠিক নেই!

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *