সুশান্ত সিং রাজপুত, তিনি আজও বেঁচে আছেন আমাদের মধ্যে

Entertainment News
Share this news

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আজও তাঁর কথা মনে পড়লে চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে সেই সুদর্শন মুখখানি। পেটানো চেহারা, মুখে লাজুক হাসি নিয়ে ২০০৮ সালে স্টার প্লাস (Star Plus) চ্যানেলের ধারাবাহিক কিস দেশ মে হ্যায় মেরা দিল-এ প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন। এরপর জি টিভিতে (Zee Tv) এর সুপারহিট ধারাবাহিক পবিত্র রিস্তা-তে (Pavitra Rishta) মানব দেশমুখ চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের। পাশাপাশি, এই ধারাবাহিকে তাঁর অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও জয়লাভ করেছিলেন সুশান্ত।

এরপর থেকেই তাঁর ভাগ্য উদয় হতে শুরু করে। কিছু দিনের মধ্যেই ২০১৩ সালে, সুশান্ত কাই পো চে! (Kai Po Che!) দিয়ে বলিউডে পদার্পণ করেন। যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন।

কিন্তু অভিনেতার জীবনে কাল হয়ে আসে ২০২০ সাল। কারণ এই বছরেই ১৪ জুন ঘটে যায় এক বড় দুর্ঘটনা। দেশ জুড়ে তখন ঘোর লকডাউন। চারিদিকে তখন করোনায় একের পর এক মৃত্যু খবর সামনে আসছে। বলিউডও ধীরে ধীরে সামলানোর চেষ্টা করছে ইরফান খান ও ঋষি কপুরের মৃত্যুর ধাক্কা। ঠিক সেই সময় ১৪ জুন রবিবারের দুপুরের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিমেষের মধ্যে চারিদিকে একটাই খবর নিয়ে রে রে পড়ে গেল। আর সেটা হল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। তাঁর মৃত্যুর পরই বলিউডের অন্দরের নোংরা কাহিনী এক এক করে বের হতে শুরু হল। ঠিক তখন থেকেই আরও জোরকদমে শুরু হল স্বজন পোষণের অভিযোগ। এই অভিযোগের জেরে ক্ষতবিক্ষত হলেন বলিউডের একাধিক পরিচালক-প্রযোজক। দেশ ছাড়িয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তে সুশান্ত ভক্তরা তুললেন Justice For SSR-এর দাবি। বেশকিছু অভিনেতা অভিনেত্রীও সুশান্তকে ন্যায় দেওয়ানোর জন্য উঠে পড়ে লেগে গেলেন। পুলিশি জেরায় ভেঙে পড়লেন সুশান্তের সেই সময়ে গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এরপর ঘটে যায় বহু ঘটনা।

তবে কথায় আছে সময় যে কোনও আঘাতকে নির্মুল করে দেয়। এক্ষেত্রেও তাই হল। সুশান্তের মৃত্যুর পর যে বাড়িটি হন্টেড (Haunted) হয়ে গিয়েছিল। এবার অভিনেত্রী অদা শর্মা ভাড়া নিলেন সুশান্তের সেই বাড়ি।

সুশান্ত সিং রাজপুত যে যে ভালো কাজ করে গিয়েছেন, তার মাধ্যমেই তিনি চিরকাল আমদের মাঝে বেঁচে থাকবেন। তাঁর ছক ভাঙা ছবিতে, তাঁর মন জুড়ানো হাসিতে এবং প্রতিভার বিচ্ছুরণে তিনি অমর হয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *