বৃহস্পতিবার রাজভবনে গিয়েও ঢুকতে পারলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ মানুষজনকে নিয়ে এদিন রাজভবনে যাওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর অনুযায়ী, শেষ পর্যন্ত তিনি ঢুকতে পারেননি। শুভেন্দুর দাবি পুলিশ তাঁদের বাধা দিয়েছে। লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করেছে বিজেপি। সেই অভিযোগ নিয়ে এদিন প্রায় ২০০ জনকে নিয়ে রাজভবনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। বিকেল ৪ টে নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাত্ করার কথা ছিল শুভেন্দু অধিকারীর।
যে সমস্ত আক্রান্তদের নিয়ে আজ শুভেন্দু অধিকারী রাজভবনে আসার উদ্দেশ্যে এসেছিলেন কিন্তু ১০০ মিটার দূরে তাকে আটকে দেওয়ার পর সেই সমস্ত আক্রান্তদের দেখিয়ে তিনি বলেন,” এরা কি রাজ্যের মানুষ না এদের কোন কি অধিকার নেই। ২৯টা আসনে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেছেন। এই ছোট ছোট ১০-১২ বছরের মেয়েরা কি বাংলার মেয়ে নয়? আজ হাজার বারোশো আক্রান্তদের সমস্ত তথ্য ছবি ভিডিও নিয়ে আমি আজকে এসেছিলাম ওদেরকে ঢুকতে দেওয়া হলো না।”
এদিকে বিজেপি সূত্রের খবর শুভেন্দু অধিকারী নিজস্ব আইনজীবী আজকের বাধা নিয়ে বা রাজভবনে ঢুকতে না দেওয়ায়নে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।”
সূত্রের খবর, শুভেন্দু পৌঁছানোর আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রাজভবন চত্বর। শুভেন্দুর দাবি দীর্ঘক্ষণ তাঁরা সকলে অপেক্ষা করলেও কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি জানিয়েছেন পুলিশের নির্দেশ অমান্য করে তিনি জোর করে প্রবেশের চেষ্টা করেননি। শুভেন্দুর দাবি এ নিয়ে শুক্রবারই হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। সেইসঙ্গে তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করেছে রাজভবন।