টি-২০ বিশ্বকাপে ওপেনিং ম্যাচে সহজ জয় পেল টিম- ইন্ডিয়া।যেন স্বপ্নের শুরু! অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স ব্লু ব্রিগেডের।

T-20 WC 2024, IND vs IRE: সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলেও পাক ম্যাচের আগে সংশোধন দরকার ভারতের

News Sports
Share this news

টি-২০ বিশ্বকাপে(T-20 World Cup) ওপেনিং ম্যাচে সহজ জয় পেল টিম- ইন্ডিয়া(Team India)।যেন স্বপ্নের শুরু! অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের(Ireland) বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স ব্লু ব্রিগেডের। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে মুখ থুবড়ে পড়ল আয়ারল্যান্ড।হার্দিক পান্ডিয়া(Hardik Pandya) নেন তিন উইকেট, আর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরা পেলেন ২টি করে উইকেট ৷  ১০ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করে তারা। অপরদিকে, ৪৬টি বল বাকি থাকতে ৮ উইকেটে সহজেই ৯৭ রান করে ফেলল রোহিতরা।অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) অর্ধশতরান পূর্ণ করে (অপরাজিত ৫২) চোটের কারণে মাঠ ছাড়েন ৷ কোহলি(Kohli) আউট হন মাত্র ১ রানে, সূর্যকুমারও এদিন মাঠে নেমেই আউট হন ২ রান করে৷ অন্যদিকে ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দিলেন ঋষভ পন্থ(Rishav Pant)৷ 

তবে দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিছু জিনিস চিন্তায় রাখল ভারতকে। বিশেষত যেখানে পরের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। সেই সমস্যাগুলি কী কী?

ওয়াইডের সংখ্যা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত ১৫ রান দিয়েছে ভারত। তার মধ্যে ৯টি ওয়াইড করেছে তারা। আরশদীপ সিংহ একাই দিয়েছেন পাঁচটি ওয়াইড। একটি নো বলও করেছেন। টি-টোয়েন্টি ম্যাচে এরকম বোলিং কঠির প্রতিপক্ষের সামনে ভারতের বিপক্ষে যেতে পারে। এখানে একটা দুটো অতিরিক্ত রানই তফাত গড়ে দিতে পারে। এ দিন আরশদীপের বলের নিয়ন্ত্রণ ছিল না। দু’টি উইকেট পেলেও চার ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনিই। পাকিস্তান ম্যাচে আরশদীপকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের বল।

কোহলির ব্যাটিং

আইপিএলে ভাল ফর্মে থাকলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র এক রান করলেন কোহলি। পাঁচটি বল খেলেছেন। চারটি বলে ধৈর্য দেখালেও পঞ্চম বলে পুল করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে ডিপ থার্ড ম্যানে উঠে যায়। ক্যাচ ধরেন বেন হোয়াইট। কোহলি বাকিদের মতো অত অনুশীলন করেননি। আমেরিকায় এসেছেন দেরিতে। সেটাই কি কাল হল? পাকিস্তান ম্যাচে ফর্মে থাকতেই হবে কোহলিকে।

ফিল্ডিং খারাপ

রবীন্দ্র জাডেজা একটি ক্যাচ ছেড়েছেন। যদিও সেটি বেশ কঠিন ছিল। তবু ক্রিকেটবিশ্বের তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে একটি রান আউটের সুযোগ হাতছাড়া হয়। বোলারের দিকে সরাসরি উইকেটে মারতে পারলে রান আউট হত। আর একটি হয় দশম ওভারের তৃতীয় বলে। এ ক্ষেত্রে সিরাজ বোলারের দিকে স্টাম্পে ছিলেন। রোহিত সরাসরি উইকেটে থ্রো করলেও লাগাতে পারেননি।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *