সকাল থেকে কলকাতা সহ জেলাতেও চলল ইডির তল্লাশি। ইডি আধিকারিকদের একটি দল চন্দননগরের পাদরি পারায় চন্দননগর পাদ্রীপাড়া বিবেকানন্দ সরণি অঞ্চলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে সকাল বেলায় গেলেও চন্দননগরের ওই বাড়িতে তালা বন্ধ দেখে ফিরে যায় ইডি আধিকারিকরা।

RG Kar Scam: এবার সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে ইডির হানা! তালাবন্ধ বাড়ি, বৈদ্যবাটিতেও তল্লাশি অভিযান আধিকারিকদের

সকাল থেকে কলকাতা সহ হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা ও হুগলির বিভিন্ন জায়গায় চলল ইডির তল্লাশি। ইডি(ED) আধিকারিকদের একটি দল চন্দননগরের পাদ্রিপাড়ায় বিবেকানন্দ সরণি অঞ্চলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের(Sandip Ghosh) শ্বশুরবাড়িতে সকাল বেলায় যান। কিন্তু চন্দননগরের ওই বাড়িতে তালা বন্ধ দেখে ফিরে যায় ইডি আধিকারিকরা।স্থানীয় সূত্রে জানা যায় বিগত ৫ থেকে ৬ বছর ধরে […]

Continue Reading