রবিবার ভোরে পুনের কল্যাণী নগর এলাকায় দ্রুত গতিতে আসা এক পোর্সে গাড়ি এক মোটরবাইকে সজোড়ে ধাক্কা মারে। সেই বাইকে ছিলেন একজন তরুণ ও একজন তরুণী, নাম আনিস আওয়াধিয়া এবং অশ্বিনী কস্তা। দু-জনেই দুর্ঘটনায় নিহত হন।

Pune Porsche Accident: নাবালক বলে ‘দুই খুন মাফ’! পুনেতে পোর্সে গাড়ি দুর্ঘটনায় অভিযুক্তকে জামিন! পথ দুর্ঘটনা নিয়ে প্রবন্ধ লেখার নির্দেশ

রবিবার ভোরে পুনের (Pune) কল্যাণী নগর এলাকায় দ্রুত গতিতে আসা এক বিলাসবহুল পোর্সে (Porsche) গাড়ি এক মোটরবাইকে সজোড়ে ধাক্কা মারে। সেই বাইকে ছিলেন একজন তরুণ ও একজন তরুণী, নাম আনিস আওয়াধিয়া এবং অশ্বিনী কস্তা। দু-জনেই দুর্ঘটনায় নিহত হন। জানা গিয়েছে, নিহত দু-জনেই আইটি সেক্টরে কর্মরত। অন্যদিকে ঘাতক পোর্সে (Porsche) গাড়িটি চালাচ্ছিল এক নাবালক, তাও আবার […]

Continue Reading