কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সমস্ত জীবিত মানুষকে ভূমিধসের বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দুটি গ্রামে বহু স্কুল পড়ুয়া এখনও নিখোঁজ, নিখোঁজ বহু পরিযায়ী শ্রমিক। প্রায় ১৫০-র বেশি এখনও নিখোঁজ রয়েছে।

Wayanad Landslide Update: ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড় কার্যত শ্মশান! মৃতের সংখ্যা ৩০০ পার, স্বজনহারাদের হাহাকার

প্রবল বৃষ্টিতে ভূমিধসের(Landslide) জেরে দক্ষিণ ওয়েনাড়ে(Wayanad) মৃত্যুমিছিল ক্রমশ লম্বা হয়ে চলেছে। ধস বিধ্বস্ত ওয়েনাড়ে(Wayanad) মৃত(Death toll) বেড়ে প্রায় ৩১৬। মাইলের পর মাইল জুড়ে এখন শুধুই বিপর্যস্ত জনপদ, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর-বাড়ি। পাহাড় ভেঙে নেমে আসা পাথর ও কাদামাটির নীচে চাপা পড়ে শত শত মানুষ। কেরলের মুখ্যমন্ত্রী(CM of Karala) পিনারাই বিজয়ন(Pinarayi Bijayan) জানিয়েছেন,  সমস্ত জীবিত মানুষকে […]

Continue Reading