পরিণাম যে এমনটা হবেই আশঙ্কা করা হয়েছিল সেদিনই, যেদিন কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়ে প্রায় ২৬ হাজার জনকে চাকরিহারা করে দিয়েছিল
এক শিক্ষকের (Teacher) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাঁকুড়ার সিমলাপালের ঘটনা। সোমবার বাড়ির কাছের আম গাছ থেকে উদ্ধার হয় শিক্ষকের ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশের পরই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
২০১৬ সালে প্যানেলে চাকরি পেয়েছিলেন। চাকরিতে যোগ দিয়েছিলেন ২০১৯ সালে। ৫ বছরের মাথায় এত বড় দুঃসংবাদ হয়তো মেনে নিতে পারেননি। সেই কারণেই এই পথ বেছে নেন বলে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে এখনও কিছু জানা যায়নি।