হিন্দি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য কপিল শর্মা শো’(The Kapil Sharma Show)-তে কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল। মুম্বইয়ের(Mumbai) ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণের(rape) অভিযোগে কাস্টিং এজেন্ট আনন্দ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশ(Mumbai Police) সূত্রে খবর, অনলাইনে কাস্টিং এজেন্ট আনন্দের সঙ্গে আলাপ হয়েছিল ওই তরুণীর। ইন্ডাস্ট্রিতে তারকা ও ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে তরুণীকে জানায় আনন্দ সিং। এরপর তরুণীকে ‘দ্য কপিল শর্মা শো'(The Kapil Sharma Show)তে সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখায়। ওই তরুণী অভিযুক্তের কথা শুনে বিশ্বাস করেন।
২০ মে, তরুণীকে নালাসোপারা এলাকার এক ঠিকানায় একটি ফাঁকা বাড়িতে অডিশন দেওয়ার নাম করে ডেকে পাঠায় আনন্দ। সেখানে গিয়েই ফাঁদে পড়ে যান ওই তরুণী। ফাঁকা বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তরুণী। পুলিশের কাছে জানান নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তাকে মারধরও করা হয়, এমনকি বিষয়টি প্রকাশ্যে আনলে তাকে খুন করে দেওয়া হবে বলেও হুমকি দেয় আনন্দ। অভিযুক্তর হাত থেকে কোনওভাবে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যান তরুণী। পরদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ তদন্ত চালিয়ে গ্রেফতার করে অভিযুক্ত আনন্দ সিংকে। অভিযুক্তর বিরুদ্ধে ৩২৩, ৩৭৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে পুলিশ। আদালতের নির্দেশে বর্তমানে পুলিশের হেফাজতে আছে আনন্দ।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)